জিনায়াত বা ভুলত্রুটি

এমন কোন অপরাধ বা কাজ করা যা হেরম এলাকায় কিংবা ইহরাম অবস্থায় করা নিষিদ্ধ তা হচ্ছে জিনায়ত। যে হেরম এলাকায় ঘাস, লতা-পাতা, গাছ-পালা কাটা এবং এলাকার পশু শিকার করা এদের কষ্ট দেয়া বা উত্যক্ত করা ইত্যাদি হেরমের ত্রুটি-বিচ্যুতি হিসাবে বিবেচিত। আর সেলাই করা কাপড় পড়িধান করা, মাথা-চেহারা ঢেকে নেওয়া, নখ কাটা, চুল পরিস্কার করা, সুগন্ধি ব্যবহার করা, স্ত্রী সহবাস করা ও স্থলভাগের পশু শিকার করা এবং হজ্জের ওয়াজিবসমূহ থেকে কোন একটা বর্জন করা ইত্যাদি ইহরামের নিষিদ্ধ কার্যাবলী বলে চিহ্নিত। এ উভয় প্রকারের ত্রুটি-বিচ্যুতির কোন একটা করে থাকলে তজ্জন্য দম বা ‘বদলা’ দেয়া ওয়াজিব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply