চুগলখোর ব্যক্তি আস্থাশীল নয়

হযরত হাছান বসরী (রহঃ) বলেন যে, যে ব্যক্তি তোমার কাছে কারো (মন্দ) কথা বর্ণনা করবে, তুমি বুঝে নেবে যে, সে ব্যক্তি তোমার কথাও অন্যের কাছে অবশ্যই বলবে তাই কারো মন্দ বর্ণনা কারীকে বিশ্বাস করবে না।

হযরত ওমর ইবনে আবদুল আজীজ (রাঃ) এর সামনে এক ব্যক্তি কারো গীবত করেছে। এখন তিনি বললেন- যদি তুমি মিথ্যুক হও, তাহলে তুমি এই আয়াতের পরাকাষ্ট –

اِنْ جَاءَ كُمْ فَاسِقٌبِنَبَاءٍ فَتَبَيَّنُوْا

“যদি কোন ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোন কথা বলে, তাহলে তা যাচায় করে নাও।” আর যদি তুমি সত্যবাদী হও, তাহলে তুমি এই আয়াতের পরাকাষ্ট-
هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيْمٍ “বিদ্রুপ কারী ও অধিক বেশী চুগল খোর” (সুতরাং কোন ক্রমেই তোমার কথা গ্রহণ যোগ্য নয়।)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply